সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান অ্যাথলেটিক্সে ইরানের কামারের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ 

news-image

ইরানের মোহাম্মদ সালে কামারে শুক্রবার ষষ্ঠ এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। তিনি ০৮:৪০.০০ মিনিট সময় নিয়ে পুরুষদের অনূর্ধ্ব-১৮ বিভাগে ৩০০০ মিটারে প্রথম স্থান অধিকার করেছেন।

ইয়েমেনের মোহাম্মদ মাবরুক মোহাম্মদ  ০৮:৫৬.০০ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন।অন্যদিকে, ০৮:৫৭.১২ মিনিট সময় নিয়ে উজবেকিস্তানের তৈমুর নাসিমভ ব্রোঞ্জ পদক জিতেছেন।

এর আগে, সামিয়া শাহপারী মেয়েদের ৩০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং আহানিন মারাম পুরুষদের অনূর্ধ্ব-১৮ হ্যামার থ্রোতে রৌপ্য জিতেছেন।
২০২৫ সালের এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ১৫ থেকে ১৮ এপ্রিল সৌদি আরবের কাতিফের প্রিন্স নায়েফ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ