এলএনজি-হিলিয়াম উৎপাদনের পাইলট প্ল্যান্ট উন্মোচন ইরানের
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২২
হিলিয়াম গ্যাস এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনের জন্য পাইলট প্ল্যান্টের পাশাপাশি প্লেট-ফিন কনভার্টার, পরিশোধন ব্যবস্থা এবং উচ্চ-গতির টার্বো-এক্সপেন্ডারের তিনটি জ্ঞান-ভিত্তিক পণ্য উন্মোচন করল ইরান।
বুধবার শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির বোর্ড অব ট্রাস্টির বৈঠকের অবকাশে মোড়ক উন্মোচন করা হয়। এতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্সি এবং শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির চ্যান্সেলর উপস্থিত ছিলেন। মোখবার বলেন, দেশ যেসব সমস্যার সম্মুখীন, বর্তমান সরকার দেশের মেধাবী ও বিশেষজ্ঞ তরুণদের সহায়তায় তা সমাধান করতে বদ্ধপরিকর। জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির উচ্চ সম্ভাবনা এবং ক্ষমতার সদ্ব্যবহার করা একটি মৌলিক কৌশল। সূত্র: মেহর নিউজ।