শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এলআইএফএফটি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে ইরানি চলচ্চিত্রের আধিপত্য

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২২ 

news-image

ভারতে লিটারেচার ইলিউশন ফিল্ম ফ্রেম টেলিভিশন অ্যান্ড থিয়েটার (এলআইএফএফটি) ইন্ডিয়া অ্যাওয়ার্ডে চৌদ্দটি পুরস্কার জিতে বড় বিজয়ীদের মধ্যে রয়েছে ইরানি চলচ্চিত্রগুলো।করোনা মহামারির কারণে এবার এলআইএফএফটি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস টানা দ্বিতীয় বছরের জন্য অনলাইনে অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।উৎসবের ফিচার চলচ্চিত্র পুরস্কার বিভাগে ইয়াসের আহমাদি তার চলচ্চিত্র “সারালিশ” এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হন।সিনেমাটোগ্রাফার আলী হোসেনজাদেহকে চলচ্চিত্রে সহযোগিতার জন্য ভিকে মুর্থি পুরস্কার দেওয়া হয়।মোহাম্মদ অস্তিম পরিচালিত “জাফেরানিয়ে নেয়ার সানসেট”-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মুকুট পেয়েছেন নাজানিন করিমি।সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন ছবির আরেক তারকা নাসিম আদাবি। আলী ইব্রাহিমি পরিচালিত “হট সেন্ট”-এ সহযোগিতার জন্য সেরা সাউন্ড ডিজাইনার হিসেবে মঙ্গেশ দেশাই পুরস্কার পেয়েছেন আরাশ কাসেমি।এলআইএফএফটি ইন্ডিয়া শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড বিভাগেও ইরানি চলচ্চিত্র নির্মাতারা বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। সূত্র: তেহরান টাইমস।