এমাসেই ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন উৎপাদনে যাবে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০২১

রাশিয়ার সহযোগিতায় এমাসেই ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন উৎপাদন শুরু করবে ইরানি একটি কোম্পানি। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। খবর আইআরএনএ এর।
তিনি বলেন, সম্ভবত অগামী সপ্তাহে সেল সংস্কৃতি প্রক্রিয়া শুরু হবে এবং উৎপাদন শুরু হবে আগামী মাসে।
যৌথ উৎপাদন ছাড়াও ইরান রাশিয়ার কাছ থেকে ১ লাখ ডোজের ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের পঞ্চম চালান হাতে পেয়েছে। দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া মোট ২০ লাখ ডোজ টিকা ইরানকে সরবরাহ করবে। সূত্র: তেহরান টাইমস।