সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এভিয়েশন শিল্পের পণ্য বিক্রয়ে ইরান-তুরস্ক ৫ চুক্তি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০১৮ 

news-image

এভিয়েশন শিল্পের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রয়ে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে তুরস্ক ও ইরান। তুরস্কের আনতালিয়ায় চলমান প্রদর্শনী ‘২০১৮ ইউরেশিয়া এয়ারশো’ এর ফাঁকে সমঝোতাগুলো সই করে দুদেশ।

ইরানের এভিশেয়ন শিল্পের সংস্থা আইএআইও এর কর্মকর্তা জাফফার জেদওয়ার জানান, এভিয়েশন শিল্পের খুঁটিনাটি সব পণ্য সামগ্রী, সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রাংশ এবং তোলই ৪ ও সিরাত ২ ইউএভি ইঞ্জিন বিক্রয়ে এ ৫টি সমঝোতা সই হয়।

তিনি আরও জানান, ইরানি কোম্পানি সাইয়ানের পণ্য সামগ্রী তুরস্কে রপ্তানির বিষয়েও একটি চুক্তি হয়েছে। এসব রপ্তানি পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের রেডিও রয়েছে। ইরানি এভিয়েশন শিল্পের এই কর্মকর্তা বলেন, আনতালিয়ার ২০১৮ ইউরেশিয়া এয়ারশোতে অত্যাধুনিক বিভিন্ন হেলিকপ্টার ও ইউএভি ইঞ্জিনসহ এভিয়েশন শিল্পের বিভিন্ন পণ্য তৈরিতে ইরানের অর্জিত সাফল্যগুলো দেখে অনেক তুর্কি ও বিদেশি কোম্পানি বিস্মিত হয়েছে। প্রদর্শনীতে ইয়াসসির, বিনা ও হামাসাসহ ইরানের তিন ধরনের ইউএভিএস ইঞ্জিন প্রদর্শন করা হয়। যা মনোযোগ আকৃষ্ট করে দর্শনার্থীদের।

তিনি আরও জানান, চলমান প্রদর্শনীতে ‘শাহেদ ২৭৮’, দুই ইঞ্জিন বিশিষ্ট ‘সাবা ২৪৮’ ও ‘সোরেনা’ সহ ইরানের তিন ধরনের হেলিকপ্টার দেখানো হয়েছে। এ তিন ধরনের হেলিকপ্টারই ইরানে উৎপাদন করেছে আইএআইও। এর মধ্যে ‘সাবা ২৪৮’ দর্শনার্থীদের সবচেয়ে বেশি সমাদিত হয়েছে বলে জানান জেদওয়ার।

এভিয়েশন শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে তুরস্কের আনতালিয়ায় ২৫ এপ্রিল ইউরেশিয়া এয়ারশো শুরু হয়। প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। এ পর্যন্ত ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এয়ারশো পরিদর্শন করেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।