বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এভারটনের ৪৯.৯ শতাংশ শেয়ার কিনলেন ইরানি ব্যবসায়ী

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০১৬ 

news-image

ইরানের ধনকুবের ফারহাদ মোশিরি ইংল্যান্ডের ফুটবল ক্লাব এভারটনের ৪৯.৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। মোশিরির সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার বলে মনে করে ব্যবসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী ফোর্বস।

এভারটনের চেয়ারম্যান বিল কেনরাইট বলেছেন, অনেক খোঁজাখুঁজির পর এ ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত অংশিদার পাওয়া গেল।

মনে করা হচ্ছে, এভারটনের শেয়ার কিনতে ২৭ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করেছেন আরসেনালের সাবেক শেয়ারহোল্ডার মোশিরি। এভারটন কেনার আগে আরসেনালের শেয়ার বেচে দেন তিনি।

অবশ্য, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের কাছ থেকে এখন এভারটন কেনার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। তবে, এভারটনের শেয়ার কেনার পর গভীর সন্তোষ প্রকাশ করেছেন মোশিরি। ৬০ বছর বয়সী এ ব্যবসায়ী বলেন, ইংল্যান্ডের সমৃদ্ধ ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অন্যতম হচ্ছে এভারটন এবং এর শেয়ারহোল্ডার হতে পেরে সত্যিই খুব আনন্দিত হয়েছি। সূত্র: আইআরআইবি