এবার পাকিস্তানকে ভলিবলে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/637672031485743017.jpg)
এশিয় ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে পাকিস্তানকে হারিয়ে পরবর্তীধাপে উঠেছে ইরানের জাতীয় ভলিবল দল । গ্রুপ বি’তে ইরান এখন শীর্ষে। পাকিস্তানকে ইরান তিন সেটে যথাক্রমে ২৫ -২০, ২৫-১৯ ও ২৫-১৫ সেটে পরাজিত করে। পরপর তিনটি খেলায় ইরান জয় পেয়ে ৯ পয়েন্ট অর্জন করে। এর আগে দুটি কোয়ালিফাইং ম্যাচে হংকং ও থাইল্যান্ডকে ইরান ৩-০ সেটে পরাজিত করে। বহস্পতিবার থেকে ফের এশিয় পুরুষ চ্যাম্পিয়নশিপের পরবর্তী ধাপের খেলা শুরু হবে। এ টুর্নামেন্টে ১৬টি দেশ অংশ নিচ্ছে। ইরান প্রেস