সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবার পর্যটকদের জন্য ক্যাপসুল হোটেল চালু করলো ইরান

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২০ 

news-image

ছোট্ট একফালি জায়গা দিয়েও হয়ে যেতে পারে একটি ঘর। জাপানে এমন ‘‌ক্যাপসুল হোটেল’‌ বেশ জনপ্রিয়তা পাওয়ার পর এবার তা দেখা যাবে ইরানেও। শনিবার আনুষ্ঠানিকভাবে ক্যাপসুল হোটেলের সূচনা হয়েছে দেশটিতে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রী আলি-আসগার মুনেসানের উপস্থিতিতে পর্যটকদের জন্য নতুন ধরনের এই আবাসন সুবিধার উদ্বোধন করা হয়।

ক্যাপসুল হোটেলগুলো আমদানি করেছে ইরানের ট্যুরিং অ্যান্ড অটোমোবাইল ক্লাব। পর্যটকদের ব্যবহারের জন্য দেশের বিভিন্ন প্রদেশে হোটেলগুলো বিতরণ করা হবে। প্রথম ধাপে পর্যটকদের জন্য ২শ ক্যাপসুল হোটেল তেহরান, মাশহাদ, ইসফাহান, শিরাজ ও তাবরিজে স্থাপন করা হবে। এসব হোটেলে অল্প সময়ের জন্য স্বল্প খরচে পর্যটকরা বিশ্রাম নিতে পারবেন।

পর্যটকদের অনেকেই হয়ত কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম করতে চান। সারাদিনের জন্য হোটেল নেওয়ার মানে হয় না। কারও লাগেজ কম। তিনি এতবড় রুম নিয়ে কী করবেন?‌ অল্প খরচে যদি সামান্য আশ্রয় মেলে, মন্দ কী?‌ তাদের জন্য মূলত নতুন ধরনের হোটেলগুলো চালু করা হচ্ছে।

জাপানে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের হোটেল। ক্যাপসুল হোটেলের রুমগুলো ছোট ছোট। অন্যান্য আবাসিক হোটেলের মতোই এসব হোটেলে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা যেমন ওয়াই-ফাই সংযোগ, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, টেলিভিশন সেট এবং ক্যাবল সংযোগ। সেইসঙ্গে রয়েছে টয়লেট ও গোসলখানাও।

জাপানে ১৯৭৯ সালে ‘ক্যাপুসল ইন ওসাকা’ নামে বিশ্বের প্রথম ক্যাপুসল হোটেলের সূচনা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।