এবার দক্ষিণ এশিয়া মিশন শুরু ‘অ্যা হিরো’র
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/11/3942952-1.jpg)
এবার দক্ষিণ এশিয়া মিশন শুরু করছে পুরস্কারজয়ী ইরানি ছবি ‘অ্যা হিরো’ ও ‘হিট দ্যা রোড’। ৩২তম সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশীয় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুই ছবির।
‘হিট দ্যা রোড’ দেখানো হবে উৎসবের আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা বিভাগে। ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর উৎসবটি অনুষ্ঠিত হবে। ‘অ্যা হিরো’ উৎসবের নতুন বিভাগে দেখানো হবে। আসগার ফারহাদির ছবিটি ২০২২ সালের অস্কারে পাঠাচ্ছে ইরান। ‘অ্যা হিরো’ তে রহিম নামে এক ব্যক্তির গল্প তুলে ধরা হয়েছে। ঋণ পরিশোধ করতে অপারগ হওয়ায় তাকে জেলে বন্দি হতে হয়। ইরানি ছবিটির আমেরিকায় বিপণন অধিকার লাভ করেছে আমাজন স্টুডিও। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি। এর আগে ফ্রান্সের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ইরানি ছবি ‘অ্যা হিরো’। কানে ছবিটির প্রথম আন্তর্জাতিক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।