মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবার উন্মোচন হচ্ছে আইআরজিসির করোনা ভ্যাকসিন

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২১ 

news-image

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাগেরি জানিয়েছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসজিসি) ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স উৎপাদিত করোনা ভ্যাকসিন আগামী কিছু দিনের মধ্যে উন্মোচন করা হবে।

আইআরজিসি উৎপাদিত করোনা ভ্যাকসিন উন্মোচনের ঘোষণা দিয়ে মেজর জেনারেল বাগেরি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র বাহিনীর সকল সুযোগ-সুবিধা কাজে লাগানো হচ্ছে।

তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় উৎপাদিত ভ্যাকসিনটি ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে। আইআরজিসি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স উৎপাদিত টিকাটি আগামী কয়েকদিনের মধ্যে উন্মোচন করা হবে। সূত্র: মেহর নিউজ এজন্সি।