বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবার ইরানের করোনা শনাক্তকরণ কিট আমদানিতে আগ্রহী দ. আমেরিকা

পোস্ট হয়েছে: মে ১০, ২০২০ 

news-image

দক্ষিণ আমেরিকার দেশগুলো ইরান থেকে করোনাভাইরাস শনাক্তকরণ কিট আমদানি শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ইরানি একটি জ্ঞানভিত্তিক কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

বেহজাদ হাজিয়ান জানান, ইরানের তৈরি করোনা ভাইরাস চিকিৎসা সরঞ্জাম ও শনাক্তকরণ কিট জার্মানি ও অন্যান্য কিছু দেশে রপ্তানির পর এখন দক্ষিণ আমেরিকার দেশগুলো এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘আমরা কয়েক মিলিয় কিট রপ্তানির জন্য দক্ষিণ আমেরিকার কাছ থেকে অর্ডার পেয়েছি। অমরা তাদেরকে সরবরাহ করার বিষয়টি খতিয়ে দেখছি।’

ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে জার্মানি ও তুরস্কসহ বেশ কিছু সংখ্যক দেশে করোনা শনাক্তকরণ কিট রপ্তানি শুরু করেছে। গত ৫ মে জার্মানির উদ্দেশ্যে তেহরান থেকে ছেড়ে যায় ৪০ হাজার কিটের প্রথম চালান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।