এবার আলজেরিয়ায় শাখা খুলবে ইরানের রোয়ান ইনস্টিটিউট
পোস্ট হয়েছে: মে ২৭, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/05/3033520.jpg)
আলজেরিয়ায় শাখা খোলার পরিকল্পনা করছে ইরানের রোয়ান ইনস্টিটিউট। মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান ড. আব্দোলহোসেইন শাহভারদি এই তথ্য জানান।
তিনি বলেন, আলজেরিয়ায় ইনস্টিটিউটের আরেকটি শাখা চালু করতে আমরা দেশটির সাথে প্রায় এক বছর যাবত আলোচনা করে আসছি।
রোয়ান ইনস্টিটিউটের প্রধান আরও জানান, শ্রমিকদের প্রশিক্ষণ ছাড়াও আলজেরিয়ায় একটি ভ্রূণ বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।