এবার আরবাঈন যাত্রায় যোগ দিচ্ছেন ৩০ হাজার ইরানি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/Capture-12.jpg)
ইরাকে অবস্থিত ইরান দূতাবাসের উদ্ধৃতি দিয়ে ইরানের আরবাঈন কেন্দ্রীয় সদরদফতর জানিয়েছে, করোনা মাহামারির কারণে চলতি বছর ইরান থেকে কেবল ৩০ হাজার নাগরিক আরবাঈন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।তবে তাদের যাত্রা শুরুর ৭২ ঘন্টা আগে পিসিআর পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভের বিষয়টি নিশ্চিত করতে হবে। গত ৬ সেপ্টেম্বর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক সাংবাদকি সম্মেলনে বলা হয়, যারা ইতিমধ্যে কোভিডের দুটি ডোজ টিকা দিয়েছেন এবং যাদের কোনো কোভিড ভাইরাসের উপসর্গ নেই তারা ইরাকে আরবাঈন যাত্রায় অংশ নিতে পারবেন। তবে পদযাত্রায় ইরাকে যাওয়া যাবে না। ইরানের ৬টি বিমান বন্দর এক্ষেত্রে ব্যবহার করতে হবে। কোভিড সংক্রমণ এড়াতেই ইরানের সকল সীমান্ত পথ দিয়ে আরবাঈনের উদ্দেশ্যে রওনার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এবং এ বিধি নিষেধ ভেঙ্গে কেউ ইরাকে প্রবেশ করলে তাকে শাস্তি ও জরিমানার মুখোমুখি হতে হবে। ইরান প্রেস