বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবার আমিরাতকেও উড়িয়ে দিল ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০১৬ 

news-image

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এবার সংযুক্ত আরব আমিরাতকেও উড়িয়ে দিল ইরানি মেয়েরা। এটা ইরানি দলের দ্বিতীয় জয়। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় ইরান। আর দ্বিতীয়ার্ধে সংযুক্ত আরব আমিরাতের জালে আরো দুই  বল জড়ায় ইরানের মেয়েরা।

এ দিন ফতেমে কাসিমির পা থেকে এসেছে সর্বোচ্চ ৩টি গোল। এ ছাড়া মারজিয়ে ফেইজি ও রাকিয়ে জালাল নাসাব একটি করে গোল করে। এই জয়ের ফলে আসরে মূল পর্বে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল তারা।

426308868_47327এর আগে দ্বিতীয় ম্যাচে কিরগিজিস্তানকে ৯-০ গোলে হারিয়েছিল ইরানি মেয়েরা। ঐ ম্যাচে ফতেমে কাসিমি একাই করে ৫ গোল। এ ছাড়া ফতেমে মাখদুমি দু’টি এবং রাকিয়ে জালাল নাসাব ও মরল তুর্কামন প্রত্যেকে একটি করে গোল করে।

উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের ‘সি’ গ্রুপের খেলা হচ্ছে ঢাকায়। যেখানে স্বাগতিক বাংলাদেশ কিশোরী দলের সঙ্গে ইরান, আরব আমিরাত, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপের মেয়েরাও অংশ নিচ্ছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে এশীয় অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্টের মূলপর্বে।