এবার আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হবে আরদাবিলের যাযাবর উৎসব
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২৩

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশে যাযাবর এবং যাযাবর জীবনধারা নিয়ে একটি উৎসবের এবার ১০ম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করছেন৷
মে মাস থেকে পরিকল্পিত এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা।আন্তর্জাতিকভাবে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রাদেশিক পর্যটন প্রধান হাসান মোহাম্মদী আদিব। রবিবার তিনি জানান, প্রদেশের সংশ্লিষ্ট সব সংস্থা এবং পর্যটন সংস্থাগুলি উৎসবের প্রস্তুতি এবং আয়োজনে কাজ করছে।
এই মাসের শুরুর দিকে ওই কর্মকর্তা ঘোষণা করেছিলেন, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধি এবং রাষ্ট্রদূতদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, এই উৎসবে দর্শকরা যাযাবর জীবনধারার মোহনীয়তা অনুভব করতে পারবেন। এতে করে এই অঞ্চলের যাযাবরদের ক্ষমতা প্রদর্শিত হবে। সূত্র: তেহরান টাইমস।