রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এবারের রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবের প্রধান ইস্যু ফিলিস্তিন

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২০ 

news-image

ইরানে অনুষ্ঠিতব্য এবারের ষোড়শ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ইস্যু ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন। উৎসবে থাকছে ‘ফেস্টিভ্যালস ফেস্টিভ্যাল’ শীর্ষক একটি সেকশন। বিগত চল্লিশ বছর ধরে ইসলামি বিপ্লবের ওপর নির্মিত ছবিগুলো পর্যালোচনার জন্য বিভাগটি উৎসর্গ করা হয়েছে।

ইহুদিবাদি ইসরাইলের সাথে নির্দিষ্ট কিছু আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করায় ষোড়শ আন্তর্জাতিক রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসব ফিলিস্তিন ইস্যুর প্রতি মনোযোগ দেবে বলে জানিয়েছে আয়োজকরা।

রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় পর্ব আগামী ২১ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাহদি মিরাবাদি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।