এবছর সাড়ে ১০ বিলিয়ন ডলারের খনিজপণ্য রপ্তানির টার্গেট ইরানের
পোস্ট হয়েছে: জুন ৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3468055.jpg)
চলতি ফারসি বছরে (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) সাড়ে দশ বিলিয়ন ডলারের খনিজ পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান। এই তথ্য জানিয়েছেন দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক হোসেইন মোদারেস খিয়াবানি।
ইরানি মাইন হাউজের পরিচালনা পর্ষদের সভায় বুধবার তিনি চলতি বছর শিল্প মন্ত্রণালয় খনিজ সংক্রান্ত যেসব নীতিমালা গ্রহণ করেছে তা তুলে ধরেন। তিনি বলেন, মূল্যবান পণ্যসামগ্রী উৎপাদনের প্রতি অগ্রসর হওয়ার এবং রপ্তানি জোরদার করাই শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মূল পলিসি।
খিয়াবানি জানান, অপারেশনাল প্রকল্পগুলোর একটা বড় অংশ ২০২১ সালের মধ্যে উদ্বোধন করা হবে, যা খনি ও খনিজ খাত সংশ্লিষ্ট। এসব উল্লেখযোগ্য অংশ এবছরের শেষ নাগাদ কর্মক্ষম হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।