এবছর ইরানে চারটি বাধের উদ্বোধন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২০

চলতি ফারসি বছরের শুরু থেকে এ পর্যন্ত (২০ মার্চ ২০২০ থেকে ) ইরান জুড়ে চারটি বাধ উদ্বোধন করা হয়েছে। ইরানের পানি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এই তথ্য জানিয়েছেন। খবর ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি’র।
মোহাম্মাদ হাজ-রাসুলিহা বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যে (২১ সেপ্টেম্বর) দেশজুড়ে সাতটি বাধ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। বছরের শেষ নাগাদ চালু হওয়া বাঁধের সংখ্যা দাঁড়াবে নয়টি।
তিনি আরও বলেন, আজ পর্যন্ত ইলাম, কেরমানশাহ, পশ্চিম আজারবাইজান ও দক্ষিণ খোরাসান প্রদেশে চারটি বাধ উদ্বোধন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।