এবছর ইরানের ২২৭ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২০

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২০ মার্চ ২০২০) ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের ২২৭টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আরদাকানিয়ান। রোববার ইসলামি বিপ্লবের গৌরবময় বিজয় বার্ষিকীকে সামনে রেখে তিনি এই মন্তব্য করেন।
জ্বালানি মন্ত্রী বলেন, ইসলামি বিপ্লবের তত্ত্বাবধানে জ্বালানি মন্ত্রণালয় এই বছরগুলোতে বড় বড় অনেক পদক্ষেপ গ্রহণ করে।আরদাকানিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া অবরোধ সত্বেও জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট খাতে নিজেদের উদ্দেশ্যসমূহ উপলব্ধি করতে সক্ষম হয়েছে।
প্রতি সপ্তাহে স্বাস্থ্যকর ও টেকসই পানি নেটওয়ার্কে ইরানের ৩০টি গ্রাম ও পল্লি অঞ্চল যুক্ত হয় উল্লেখ করে তিনি বলেন, আনুমানিক ১ কোটি মানুষ দেশের পল্লি অঞ্চলে বসবাস করে। তারা চলতি বছর শেষ হওয়ার আগে স্বাস্থ্যকর ও টেকসই পানি নেটওয়ার্ক সিস্টেম উপভোগ করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।