এবছর ইরানের আর্থিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ: আইএমএফ
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২২
চলতি বছর ২০২২ সালে ইরানের ৩ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্যদিকে এবছর মুদ্রাস্ফীতির হার ৮ শতাংশ কমতে পারে বরে ধারণা সংস্থাটির।
আইএমএফ ২০২১ সালে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল তা সংশোধন করেছে। সংশোধিত তথ্যে বলা হয়, গেল বছর দেশটির ৪ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি হয়েছে। এদিকে, আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এবছর হবে ৩ শতাংশ। এছাড়াও, ২০২১ সালে ইরানের মুদ্রাস্ফীতির হার ছিল ৪০ দশমিক ১ শতাংশ এবং ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এই সংখ্যাটি ২০২২ সালে কমে ৩২ দশমিক ৩ শতাংশে নামবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।