এবছরের শেষ নাগাদ ৫ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২০

চলতি ইরানি বছরের (১৯ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২০) শেষ নাগাদ কক্ষপথে পাঁচটি স্যাটেলাইট পাঠাবে ইরান। এই তথ্য জানিয়েছেন দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি।
বুধবার জাহরোমি বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমান সরকারের শেষ বছরে দশটি অপারেশনাল কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। এসব পরিকল্পনার অধিকাংশ মহাকাশ, জাতীয় তথ্য নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন, সাইবার জগত ও জনসংযোগ সংশ্লিষ্ট।
মন্ত্রী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে চলতি বছরের শেষ নাগাদ আমরা পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।