এবছরই মহাকাশে যাচ্ছে ইরানের ‘নাহিদ-১’ স্যাটেলাইট
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২০

চলতি ইরানি বছরে (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) মহাকাশে উৎক্ষেপণ করা হবে ইরানের দেশীয়ভাবে তৈরি টেলিযোগাযোগ স্যাটেলাইট ‘নাহিদ-১’। শনিবার এই তথ্য জানিয়েছেন ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এর প্রধান মোরতেজা বারারি।
চলতি বছর দেশটির মহাকাশ খাতের অগ্রাধিকারপ্র্রাপ্ত প্রকল্পগুলো সম্পর্কে তথ্য তুলে ধরেন তিনি। বলেন, লঞ্চার কমিশনারের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে চলতি বছর শেষ হওয়ার আগেই কক্ষপথে ‘নাহিদ ১’ টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠানো হবে।
আইএসএ প্রধান বলেন, আমরা আশা করছি চলতি বছরের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী অরবিটাল ট্রান্সমিশন সিস্টেম, পারস ১ সেন্সিং স্যাটেলাইট ও নাহিদ ২ টেলিযোগাযোগ স্যাটেলাইটসহ দেশের তিনটি বড় মহাকাশ প্রকল্পের ফ্লাইট মডেল সম্পন্ন হবে।
দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইটটি আড়াইশ কিলোমিটার ঊর্ধ্ব আকাশ থেকে পৃথিবী প্রদক্ষিণ করবে। এটি সর্বোচ্চ আড়াই বছর মহাকাশে থাকতে সক্ষম হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।