বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এফআইভিবি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দল ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০২০ 

news-image

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) পুরুষ সিনিয়র বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দলের অবস্থান ধরে রেখেছে ইরান জাতীয় ভলিবল দল। রোববার এই বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশ করে এফআইভিবি।

নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে গোটা বিশ্বের চলমান লড়াইয়ের মুখে আন্তর্জাতিক সব ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ফলে এবারের র‌্যাঙ্কিং আগের তালিকার মতোই অপরিবর্তিত রয়েছে।

ফারসি ভলিবল দল মোট ২৭৯ পয়েন্ট নিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮ম অবস্থানে রয়েছে। এই তালিকায় ব্রাজিল মোট ৪২৭ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান দখল করেছে।

পোল্যান্ড ৩৮৪ পয়েন্ট নিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে আমেরিকা ও রাশিয়া ৩৬৫ ও ৩১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

বিশ্বের সেরা দশ ভলিবল টিম হলো-

১। ব্রাজিল ৪২৭
২। পোল্যান্ড ৩৮৪
৩। আমেরিকা ৩৬৫
৪। রাশিয়া ৩১৭
৫। আর্জেন্টিনা ২৯১
৬। ফ্রান্স ২৯১
৭।ইতালি ২৮৮
৮। ইরান ২৭৯
৯। জাপান ২৬৯
১০। কানাডা ২৫
সূত্র: তেহরান টাইমস।