এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিশরকে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২১

২০২১ এফআইভিবি পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিশরকে হারিয়েছে ইরান। সোমবার আন্তর্জাতিক এই টুর্নামেন্টে প্রতিপক্ষ দলকে টানা তিন সেটে (২৫-২২, ২৫-২৩, ২৫-২০) পরাজিত করে জয় ঘরে তুলে ইরানের অনূর্ধ্ব-২১ পুরুষ দল।
এফআইভিবি পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানের আমিন খলিলি ১২ পয়েন্ট সংগ্রহ করেন এবং মিশরের এলসায়েদ আব্দেলরহমান ১৫ পয়েন্ট নিয়ে দলের নেতৃত্ব দেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুল জি এর ম্যাচে মঙ্গলবার মরোক্কোর বিরুদ্ধে মাঠে নামবে ইরান। সূত্র: তেহরান টাইমস।