এফআইভিবি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার মরোক্কোকে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১

২০২১ এফআইভিবি পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মরোক্কোকে হারিয়েছে ইরানের জাতীয় অনূর্ধ্ব-২১ ভলিবল দল। মঙ্গলবার আন্তর্জাতিক এই টুর্নামেন্টের পুল জি এর ম্যাচে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে সহজ জয় ঘরে তোলে ফারসি স্কোয়াড।
২০২১ এফআইভিবি পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ইতালিতে। মঙ্গলবার পুল জি তে উত্তর আফ্রিকার প্রতিদ্বন্দ্বীকে টানা তিন সেটে (২৫-৯, ২৫-১৪, ২৫-১৩) পরাজিত করে জয় ঘরে তুলে ইরানের অনূর্ধ্ব-২১ পুরুষ দল।
এর আগে সোমবার মিশরকে হারায় ইরান। ইতালি ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
এর আগে ২০১৯ সালে এফআইভিবি পুরুষ অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতালিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে ইরান। সূত্র: তেহরান টাইমস।