এফআইভিবি ওয়ার্ল্ড কাপে ইরানের টানা তৃতীয় জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০১৯

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি) পুরুষ ওয়ার্ল্ড কাপে টানা তৃতীয় জয় পেয়েছে ইরান। বৃহস্পতিবার তিউনিশিয়াকে হারিয়ে এই জয় ঘরে তোলে ইরানের জাতীয় ভলিবল দল টিম মেল্লি। জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকান দেশটিকে ৩-০ (২৬-২৪, ২৫-১৭, ২৫-২২) পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ইরান।
এরআগে ইরান কানাডা ও অস্ট্রেলিয়াকে পরাজিত করে। টিম মেল্লির আমিরহোসেইন ইসফানদিয়ার মোট ১৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। সর্বোচ্চ স্কোর করেন তিউনিশিয়ার হামজা নাগ্গা। তিনি সংগ্রহ করেন ১৯ পয়েন্ট।
আগামী শুক্রবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ইরান। (এফআইভিবি) পুরুষ ওয়ার্ল্ড কাপ জাপানে ১ অক্টোবর শুরু হয়েছে। টুর্নামেন্টের পর্দা নামবে ১৫ অক্টোবর। ১৯৭৭ সালের পর থেকে জাপান এবার নিয়ে টানা ১২তম বারের মতো ইভেন্টের আয়োজন করছে। সূত্র: তেহরান টাইমস।