এফআইভিবি ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারালো ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০১৯

এফআইভিবি পুরুষ ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারিয়ে ম্যাচ জিতল ইরান জাতীয় ভলিবল দল। জাপানে চলমান ২০১৯ টুর্নামেন্টে শুক্রবারের ম্যাচে প্রতিপক্ষকে ৩-২ (২৫-২৭, ২৫-২৩, ২৫-১৯, ১৭-২৫, ১৫-১০) সেটের ব্যবধানে পরাজিত করে ফারসি স্কোয়াড।
ইরানের জাতীয় দল টিম মেল্লিতে পুরিয়া ইয়ালি সবচেয়ে বেশি স্কোর করেন। তিনি একাই সংগ্রহ করেন ১৮ পয়েন্ট। অন্যদিকে আর্জেন্টিনার ইজেকুয়েল পালাসিওস ম্যাচ সেরা স্কোর করেন। তিনি সংগ্রহ করেন ২০ পয়েন্ট।
এফআইভিবি ওয়ার্ল্ড কাপের এবারের আসরে এ পর্যন্ত চারটি ম্যাচে জয় পেয়েছে টিম মেল্লি। আর হেরেছে চারটি ম্যাচে। পয়েন্ট তালিকায় দেশটি ষষ্ঠতম অবস্থানে রয়েছে। টুর্নামেন্টে শীর্ষ অবস্থানে রয়েছে পর্যায়ক্রমে ব্রাজিল, পোল্যান্ড ও আমেরিকা।
আগামী ম্যাচে এশিয়ান প্রতিদ্বন্দ্বি জাপানের বিপক্ষে খেলবে ইরান। দুই সপ্তাহব্যাপী ইভেন্ট জাপানে ১ অক্টোবর শুরু হয়েছে। এতে রাউন্ড-রবিন ফরমেটে ১২টি টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।