এফআইবিএ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ইরানের মেয়েরা
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4071098.jpg)
ইরানের নারী বাস্কেটবল দল এফআইবিএ সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে। ইরানি মেয়েরা এক ধাপ এগিয়ে এখন ৭৭তম স্থানে উঠে এসেছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে যদিও শীর্ষ চারটি দল অপরিবর্তিত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ১ম স্থানে রয়েছে। এরপরে যথাক্রমে রয়েছে স্পেন, অস্ট্রেলিয়া এবং কানাডা। বেলজিয়াম ওয়াশিংটনে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট পুয়ের্তো রিকো এবং রাশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ে ফ্রান্সকে পিছনে ফেলে ৫ নম্বরে উঠে এসেছে। র্যাঙ্কিংয়ের বর্তমান পদ্ধতিতে সবগুলো খেলাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বেলগ্রেডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টে দুটি খেলায় পরাজয়ের পর ইরানিরা ৬ নম্বরে নেমে গেছে। সূত্র: তেহরান টাইমস।