রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্ব: ইরানকে হারালো সিরিয়া

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০ 

news-image

এফআইবিএ এশিয়া কাপ ২০২১ বাছাই পর্বের দ্বিতীয় উইন্ডোতে সিরিয়ার কাছে অববিশ্বাস্যভাবে হেরেছে ইরানের জাতীয় বাস্কেটবল টিম। সোমবার কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পারসিয়ানরা গত বছরের ফেব্রুয়ারি সিরীয় দলকে ৯৪-৪৮ পয়েন্টে হারিয়েছিল। এবছর সেখানে বাছাইপর্বের গ্রুপ ই তে সিরিয়ার কাছে ৭৭-৭০ পয়েন্টের ব্যবধানে হারলো।
 
ইরান গত শনিবার সৌদি আরবের বিরুদ্ধে ৭১-৬৪ পয়েন্টের ব্যবধানে জয় ঘরে তুলে এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় উইন্ডো শুরু করে। মেহরাব শাহিনতাবের দল তৃতীয় ও ফাইনাল উইন্ডোতে কাতার ও সৌদি আরবের বিপক্ষে লড়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: তেহরান টাইমস।