এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্ব: ইরানকে হারালো সিরিয়া
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০

এফআইবিএ এশিয়া কাপ ২০২১ বাছাই পর্বের দ্বিতীয় উইন্ডোতে সিরিয়ার কাছে অববিশ্বাস্যভাবে হেরেছে ইরানের জাতীয় বাস্কেটবল টিম। সোমবার কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পারসিয়ানরা গত বছরের ফেব্রুয়ারি সিরীয় দলকে ৯৪-৪৮ পয়েন্টে হারিয়েছিল। এবছর সেখানে বাছাইপর্বের গ্রুপ ই তে সিরিয়ার কাছে ৭৭-৭০ পয়েন্টের ব্যবধানে হারলো।
ইরান গত শনিবার সৌদি আরবের বিরুদ্ধে ৭১-৬৪ পয়েন্টের ব্যবধানে জয় ঘরে তুলে এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় উইন্ডো শুরু করে। মেহরাব শাহিনতাবের দল তৃতীয় ও ফাইনাল উইন্ডোতে কাতার ও সৌদি আরবের বিপক্ষে লড়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: তেহরান টাইমস।