বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্বে সৌদিকে হারালো ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২০ 

news-image

২০২১ এফআইবিএ এশিয়া কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে সৌদি আরবকে হারালো ইরানের জাতীয় বাস্কেটবল টিম। ফারসি স্কোয়াড প্রতিপক্ষকে ৭১-৬৪ পয়েন্টে পরাজিত করে ম্যাচ জিতে।

বাছাইপর্বে এটি ছিল ইরানের টানা তৃতীয় জয়। এ নিয়ে দেশটি গ্রুপ ই তে শীর্ষ স্থানে রয়েছে। কাতারের দোহায় এশিয়া কাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচসেরা স্কোর করেন ইরানের বেহনাম ইয়াখচালি। তিনি মোট ২৭ পয়েন্ট ঘরে তোলেন। ইরানি টিম ৩০ নভেম্বর সিরিয়ার বিরুদ্ধে খেলবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।