বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এপ্রিলে পঞ্চাশের অধিক পরমাণু সাফল্য উন্মোচন করবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ 

news-image

ইরান আগামী ৯ এপ্রিল জাতীয় পরমাণু প্রযুক্তি দিবসে পঞ্চাশের অধিক পরমাণু সাফল্য উন্মোচন করবে বলে জানিয়েছেন দেশটির আণবিক জ্বালানি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবার সালেহি।

মঙ্গলবার দ্বিতীয় ইরান পারমানেন্ট নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি এক্সিবিশন উদ্বোধনের ফাঁকে তিনি এই তথ্য জানান।

এইওআই প্রধান জানান, ইসলামি বিপ্লবের নেতার পরামর্শ বাস্তবায়নে দেশের শিক্ষাবিদ ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আণবিক জ্বালানি সংস্থা ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে ষাটের অধিক শিক্ষাবিদ ও বৈজ্ঞানিক কেন্দ্রের সাথে ৩১৩টি গবেষণা ও অপারেশনাল চুক্তি সই করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।