এপিসিতে ভিপির আসনে ইরানি নারী
পোস্ট হয়েছে: জুন ৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/2984523.jpg)
এশিয়ান প্যারালিম্পিক গেমস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির ভিপি হিসেবে নিয়োগ পেলেন ইরানের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট সিমা লিমোচি। ২০২৩ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
ইরানের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিকে দেয়া এক চিঠিতে এপিসি এই নিয়োগের কথা জানিয়েছে। এপিসির গেমস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপারসন মিস লেসলেই ফুঙয়ের সহযোগী হিসেবে লিমোচি কাজ করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।