সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এপিএসএ সেরা পরিচালক পুরস্কার জিতলেন ‘অ্যা হিরো’র ফারহাদি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ 

news-image

১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (এপিএসএ) সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’র নির্মাতা আসগার ফারহাদি। উৎসবের আন্তর্জাতিক জুরি এক বিবৃতিতে ড্রামাটিকে একটি ‘অন্তরঙ্গ মহাকাব্য’ হিসেবে অভিহিত করেছেন। তারা আরও বলেন, ফারহাদি সিনেমা তৈরির সূক্ষ্ম শিল্পকে নিখুঁত করে চলেছেন। তার সিনেমাগুলো একেবারে স্থানীয় হলেও বিশ্বব্যাপী তা বোধগম্য এবং সর্বজনীনভাবে প্রিয়।এপিএসএ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। উৎসবের সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে জাপানিজ ড্রামা ‘ড্রাইভ মাই কার’।অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ তথা অস্কারের জন্য ইরানের  দাখিল করা ছবিটিতে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি। বাবার পরিচালনায় মেয়ে সারিনা ফারহাদির অভিনয় ‘অ্যা হিরো’র অন্যতম চমক। ফার্স  প্রদেশের রাজধানী সিরাজে মহামারির মধ্যে চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে। অস্কারজয়ী ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রের পর  নিজের পরিচালিত কোনো সিনেমাতে নিজের মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি।‘অ্যা হিরো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে লাভ করে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।ইরানি ড্রামাটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ শিল্পী।এর আগে আমেরিকার ৩৯তম মিয়ামি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ইরানি চলচ্চিত্র ‘অ্যা হিরো’। সূত্র: তেহরান টাইমস।