মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এথেন্স চলচ্চিত্র ও ভিডিও উৎসবে তিন ইরানি ছবি

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০২৫ 

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর অ্যাথেন্সে চলমান ৫২তম এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবে (এআইএফভিএফ) ইরানের তিনটি চলচ্চিত্র দেখানো হচ্ছে।

উৎসবে অংশগ্রহণ করা তিন ইরানি চলচ্চিত্র হচ্ছে- হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত অ্যানিমেশন ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’, হাদি বাবাইফারের বর্ণনামূলক চলচ্চিত্র ‘শিপ’ এবং মরিয়ম তাফাকোরির পরীক্ষামূলক চলচ্চিত্র ‘রাজে দেল’। খবর ইরনার

গত মাসে ৯৭তম একাডেমি পুরস্কারে ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’ সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে ২০২৫ সালের অস্কার জিতেছে।

অ্যানিমেশনটিতে একজন প্রাক্তন অধিনায়ককে দেখানো হয়েছে। তিনি ট্রমা-পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। মেয়ের সাথে সমুদ্রের ধারে অবস্থিত একটি সাধারণ বাড়িতে থাকেন। একসাথে তারা একটি বিচ্ছিন্ন জীবনযাপন করেন এবং কঠোর জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাদের। সূত্রঃ তেহরান টাইমস