শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এখন বিশ্বের সব বন্দরে ভিড়তে পারবে ইরানি ট্যাংকার

পোস্ট হয়েছে: মে ১৬, ২০১৬ 

news-image

ইরানের শীর্ষস্থানীয় এক তেল কর্মকর্তা বলেছেন, ইরানি শিপিং লাইনের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া হয়েছে এবং ইরানের ট্যাংকার বিশ্বের যে কোনো বন্দরে ভেড়ানো নিয়ে আর কোনো সমস্যা নেই।

ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি বা এনআইটিসি’র নির্বাহী পরিচালক আলী-আকবর সাফাই শুক্রবার এ কথা বলেছেন। তিনি আরো জানান, তার কোম্পানি আন্তর্জাতিক পানি সীমায় চলাচলের জন্য প্রয়োজনীয় সনদপত্র আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো থেকে সংগ্রহ করতে পেরেছে।

বিমা সমস্যা নিরসন হওয়ায় ইরানি ট্যাংকারগুলো এখন আন্তর্জাতিক বিমার আওতায় এসেছে এবং বিশ্বের সব বন্দরে ভিড়তে পারবে ইরানি ট্যাংকার। এ ছাড়া বিদেশি মালিকানাধীন ট্যাংকারেরও ইরানে ঢোকা নিয়ে আর কোনো সমস্যা নেই বলে জানান তিনি। ইরানি ট্যাংকারগুলো এখন থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে বলেও জানান তিনি। সূত্র: পার্স টুডে