বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এক বছরেই ইরান-রুশ বাণিজ্য বেড়েছে ৭০ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৭ 

news-image

গত বছরে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৭০ শতাংশ।  ইরানের অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান এই তথ্য জানিয়েছেন।বুধবার সকালে তেহরানে রুশ জ্বালানি মন্ত্রী অ্যালেক্সান্দার নোভাকের সঙ্গে বৈঠক করেন মাসুদ কারবাসিয়ান। বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

এসময় ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার প্রাপ্তিসাধ্য সব ক্ষেত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ইরানের অর্থমন্ত্রী।

মাসুদ কারবাসিয়ান ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিটির ইরানি প্রধান।  দুদেশের মধ্যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ করা হচ্ছে তা তুলে ধরেন তিনি।

দুদেশের মধ্যে যৌথ রেলওয়ের সম্প্রসারণ ও সামুদ্রিক পরিবহন, কৃষি প্রকল্প, ওষুধ এবং তেল ও গ্যাস খাতকে সহযোগিতার অনুকূলীয় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন ইরানি এই কর্মকর্তা।

সূত্র: তেহরান টাইমস।