রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এক টনেরও বেশি মাদক উদ্ধার করল ইরানের বর্ডার পুলিশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ থেকে এক টনেরও বেশি মাদক উদ্ধার করেছে দেশটির বর্ডার পুলিশ। ইরানের বর্ডার পুলিশের কমান্ডার আহমাদ আলী গুদার্জি বলেন, সারাভান প্রদেশের রেজিমেন্ট দুই ঘন্টা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। আন্তর্জাতিক চোরাচালানের রুট হিসেবে এসব এলাকা ব্যবহার হয় বলে গত বছর সবচেয়ে বেশি মাদক উদ্ধারের ঘটনা ঘটে ইরানে। গত বছর ইরানের এ্যান্টি-নারকোটিক্স পুলিশ বিভিন্ন ধরনের ১২শ টন মাদক উদ্ধার করে। যা গত কয়েক বছরে দ্বিগুণ পরিমান বৃদ্ধি পেয়েছে। ইরান মাদক বিরোধী অভিযানে বিশ্বে নেতৃস্থানীয় একটি দেশ। বিশেষত প্রতিবেশি দেশ আফগানিস্তান থেকে বিপুল পরিমান মাদক বিশ্বের বিভিন্ন স্থানে চোরাচালানিরা পাচার করে থাকে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস বলছে ইরানের মাদকের বিরুদ্ধে অভিযানের ফলে বিশ্বে  মাদক পাচারের ৯০ শতাংশ অপিয়াম, ৭০ শতাংশ মরফিন ও ২০ শতাংশ হিরোইন উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরান প্রেস