বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে সাইয়্যাদ

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ 

news-image

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়্যাদ (শিকারী) ১০০ কিলোমিটারেরও বেশি দূরে থেকে একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে। একথা জানিয়েছেন ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী আফশিন নাদেরি-শরিফ।

তিনি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি মোতায়েনযোগ্য মাঝারি-পরিসরের স্থল-ভিত্তিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন যাতে একই ধরনের অন্যান্য ব্যবস্থার তুলনায় বেশি সুবিধা রয়েছে।

নাদেরি-শরিফ বলেন, খোরদাদ-৩ ও খোরদাদ-১৫ ব্যবস্থার তুলনায় ট্যাকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়্যাদে স্বল্প-পাল্লার আত্মরক্ষামূলক সুবিধা রয়েছে।

তিনি জানান, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেকোনো একটি ক্ষেপণাস্ত্রে আত্মরক্ষামূলক ব্যবস্থা রাখা আছে। ফলে অনেক নীচু দিয়ে উড়ে আসা শত্রু বাহিনীর যেকোনো হুমকির মোকাবিলায় এই ব্যবস্থা নিরাপদ থাকবে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বহন করা অনেক সহজ; কারণ, এটির রাডার ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপযন্ত্র একটিমাত্র যানে বহন করা সম্ভব। তিনি আরো স্পষ্ট করে বলেন, ট্যাকটিক্যাল সাইয়্যাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরত্বের ২৪টি লক্ষ্যবস্তু শনাক্ত ও সেগুলোতে হামলা চালাতে পারে। এছাড়া, এটি ১২০ কিলোমিটার দূরত্বের ৬ থেকে ১২ টি লক্ষ্যবস্তুতে একসঙ্গে হামলা চালাতে পারে। /পার্সটুডে/