শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

একমাসেই পাঁচ অ্যাওয়ার্ড জয় ‘লাইট সাইটে’র

পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০১৭ 

news-image

ইরানি স্বল্প দৈর্ঘ্য অ্যানিমেশন ছবি ‘লাইট সাইট’ গত এক মাসে পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।  ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সাইদ মোসলেম তাবাতাবাঈ।

সাত মিনিটের এ অ্যানিমেশন ছবিটি গত মাসে ২৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।  এসব উৎসবের বিভিন্ন বিভাগ থেকে ছবিটি পাঁচটি অ্যাওয়ার্ড লাভ করেছে।

‘লাইট সাইট’ যে পাঁচটি অ্যাওয়ার্ড ঘরে তুলেছে তা নিম্নে তুলে ধরা হল-

চলচ্চিত্রটি ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ রাতমা চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘২০১৭ সেই ইট ইন এইট স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভালে’ চমৎকার ছবির অ্যাওয়ার্ড জিতেছে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ লন্ডন আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তৃতীয় গ্রিন্উইচ ভিলেজ ফিল্ম ফেস্টিভালে সেরা স্বলদৈর্ঘ্য ছবির পুরস্কার লাভ করেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এছাড়া চলচ্চিত্রটি ইংল্যান্ডের কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার ঘরে তুলেছে।

এর আগে গত মে মাসে তাবাতাবাঈ পরিচালিত ‘লাইট সাইট’ সেরা ছাত্র বিষয়ক ছবির পুরস্কার জেতে।  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত  ‘ফাইন আর্টস ফিল্ম ফেস্টিভালে’ (এফএএফএফ) ছবিটি সেরা ছাত্র বিষয়ক চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

‘লাইট সাইট’ ছবিটি এম.ই নামের এক জীবকে ঘিরে নির্মিত।  যে তার কক্ষের বাইরে একটি সাদা আলো দেখে মুগ্ধ হয়ে পড়ে। পরে সে ওই আলোর কাছে পৌঁছার চেষ্টা করে। কিন্তু পথে নানা প্রতিবন্ধকতায় পড়ে।

সূত্র: মেহের নিউজ।