একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে আইআরজিসি
পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০১৭

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর রোববার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পশ্চিম আজারবাইজান সীমান্তের কাছে এ সন্ত্রাসী গোষ্ঠীকে ধ্বংস করে দেয়া হয়। নাশকতামূলক তৎপরতা চালানোর লক্ষ্যে গোষ্ঠীটি ইরানে ঢোকার চেষ্টা করেছিল বলে জানান তিনি।
সংঘর্ষ চলাকালে আইআরজিসির পদাতিক বাহিনী যথার্থ ব্যবস্থা নিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া, সন্ত্রাসী গোষ্ঠীর চার সদস্য আহত এবং গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গত ৭ জুন তেহরানে জোড়া সন্ত্রাসী হামলার পর ইরান কয়েক ডজন সন্ত্রাসীকে আটক করেছে। ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।- পার্সটুডে।