মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এএসপিএ অ্যাওয়ার্ড পেল দুই ইরানি কোম্পানি

পোস্ট হয়েছে: নভেম্বর ২৬, ২০১৯ 

news-image

এশিয়ান সায়েন্স পার্ক অ্যাসোসিয়েশন (এএসপিএ) অ্যাওয়ার্ড ২০১৯ জয় করতে সক্ষম হয়েছে দুই ইরানি কোম্পানি। ১১ থেকে ১৩ নভেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ২৩তম এএসপিএ বার্ষিক সম্মেলনে বিজয়ী কোম্পানিগুলোর নাম ঘোষণা করা হয়।

ইরানের ফারস প্রদেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কের অধিভুক্ত প্রতিষ্ঠান আরিয়া ন্যানোসিজ এএসপিএ অ্যাওয়ার্ড লাভ করেছে। কোম্পানিটি দেশটির বৃহত্তম জৈবপ্রযুক্তি ও ন্যানোপ্রযুক্তি সেন্টার।

ইরানের দ্বিতীয় অ্যাওয়ার্ড জয়ী প্রতিষ্ঠান ইসফাহানের জ্ঞানভিত্তিক কোম্পানি বেহিন আব-ই জেন্দেহরুদ। কোম্পানিটি  এশিয়া সায়েন্স পার্ক অ্যাসোসিয়েশন (এএসপিএ)  আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।

এএসপিএ একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। এশিয়া অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে যৌথ উন্নয়ন সাধনের লক্ষ্যে ১৯৯৭ সালে জাপানে এটি প্রতিষ্ঠিত হয়। গবেষণা পার্ক, ব্যবসায় ইনকিউবেশন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ভেঞ্চার কোম্পানির মতো এশিয়া অঞ্চলের উদ্ভাবনী সংস্থাগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। এসব উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা কোম্পানিগুলোকে এএসপিএ অ্যাওয়ার্ডের জন্য বাছাই করা হয়। সূত্র: তেহরান টাইমস।