এএফসি বিচ সকার এশিয়ান কাপ চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৭, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/03/4475837.jpg)
এএফসি বিচ সকার এশিয়ান কাপ থাইল্যান্ড ২০২৩ এর ফাইনালে জাপানকে ৬-০ গোলে হারিয়েছে ইরান। রবিবার ফাইনাল ইভেন্টে প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে পারসিয়ানরা।
জোমতিয়েন বিচ এরেনায় এই জয়ের মধ্য দিয়ে ইরান শিরোপা জিতলো। জাপানের সাথে দেশটি তিনটি করে শিরোপা জিতেছে। উভয় দলই এখন নভেম্বরে ফিফা বিচ সকার ওয়ার্ল্ড ইউএই ২০২৩-এর প্রস্তুতির দিকে নজর দিয়েছে।
ইরানের হয়ে আলি মিরশেকারি (দুই গোল), মোভাহেদ মোহাম্মদপুর, মোসলেম মেসিগার, মোহাম্মদআলি মোখতারি এবং কোসুকে মাতসুদা (এক গোল) করেন।
সংযুক্ত আরব আমিরাতকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ওমান। এরআগে দল মেল্লি মালয়েশিয়াকে ১৪-৫, উজবেকিস্তান ১১-২, সংযুক্ত আরব আমিরাত ৭-২ এবং বাহরাইন ১০-০ এবং ওমানকে ৬-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
মেসিগার ২০২৩ এএফসি বিচ সকার এশিয়ান কাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সূত্র: তেহরান টাইমস।