এএফসি ফুটসাল সেমিফাইনালে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২৪

ইরানের জাতীয় পুরুষ ফুটবল দল বুধবার থাইল্যান্ডে চলমান ২০২৪ এএফসি ফুটসাল এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে কিরগিজস্তানের দলকে ৬-১ গোলে পরাজিত করেছে।
সাবেক কিংবদন্তি খেলোয়াড় ভাহিদ শামসাইয়ের নেতৃত্বে ইরানি দল শক্তিশালীভাবে কিরগিজস্তানের বিরুদ্ধে নির্ণায়ক জয়ের মাধ্যমে ২০২৪ এএফসি ফুটসাল এশিয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে।
ইরানি দল ২০২৪ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে। আসন্ন এএফসি ফুটসাল বিশ্বকাপ উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে।
ইরান থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টটি শুরু করে আত্মপ্রকাশকারী আফগানিস্তানের বিরুদ্ধে ৩-১ জয় দিয়ে। এরপর বাহরাইনের বিরুদ্ধে ৫-৩ জয়ের পরে কুয়েতের বিরুদ্ধে ৪-০ নির্ণায়ক জয় ঘরে তুলে গ্রুপ ডি-তে শীর্ষস্থান দখল করে। সূত্র: মেহর নিউজ