বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপ: শিরোপা জিতল ইরানি নারীরা

পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৮ 

news-image

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি ফুসটল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ইরানের জাতীয় মহিলা দল।শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হুয়ামার্ক ইন্ডোর স্টেডিয়ামে জাপানকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরান।

খেলার ২৮ মিনিটে ইরানের পক্ষে প্রথম গোলটি করেন সারা শিরবেগি। এর দুই মিনিট পর গোল করেন ফেরেশতে কারিমি। ৩১ ও ৩২তম মিনিটে আবার গোল করেন সারা শিরবেগি। ৩৬তম মিনিটে ইরানের পক্ষে ৫ম গোলটি করেন ফাহিমে জরেয়ী।জাপানের পক্ষে ৩৬তম মিনিটে মিকা ইগুচি এবং ৩৯তম মিনেটে আন্না আমিশিরো দুটি গোল পরিশোধ করেন।

শক্তিশালী জাপানের বিপক্ষে এই জয়ের পর ইরানি নারী ফুটসল দলকে আলাদা বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি, ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ও প্রধান কোচ কার্লোস কুইরেজ।

এছাড়া, এএফসির চেয়ারম্যান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ইরানি নারী ফুটসল দলকে অভিনন্দন জানিয়েছেন।

গত ২ মে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৯টি গোল করে ‘গোল মেশিন’ উপাধি পেয়েছেন ইরানের ফাতেমেহ এতেদাদি।ইরান এর আগে ২০১৫ সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি শিরোনামে ঘরে তুলেছিলেন ইরানি নারীরা।- পার্সটুডে।