এএফসি এশিয়ান কাপে কাতারের সাথে ড্র ইরানের
পোস্ট হয়েছে: জুন ২, ২০২২

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে কাতারের সাথে ১-১ গোলে ড্র করলো ইরান। বুধবার উজবেকিস্তানে কাপটি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে কাতারের আহমেদ আল গণেহি নিজের ৮৭তম গোল করেন। অন্যদিকে বিরতির সময় এরফান শাহরিয়ারি ইরানের পক্ষে একটি গোল করেন। ফলে ম্যাচে সমতায় ফিরে উভয় দল।
ইরান নবাগত তুর্কমেনিস্তান এবং স্বাগতিক উজবেকিস্তানের সাথে যথাক্রমে ৪ ও ৭ জুন খেলবে। কাতার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ৬ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সময় অনুযায়ী, ১ থেকে ১৯ জুন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে৷ টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে দক্ষিণ কোরিয়া। সূত্র: তেহরান টাইমস।