রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এএফআই ফেস্টে এক্সাম’র গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড লাভ

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৯ 

news-image

আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট-এএফআই ফেস্টের লাইভ অ্যাকশন শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড-জিতেছে ইরানি ছবি ‘এক্সাম’। ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্রকার সোনিয়া হাদ্দাদ। শুক্রবার আয়োজকরা এই ঘোষণা দেন।

ছবিটি পরিচালনায় দুর্দান্ত ভূমিকা রাখায় পরিচালকের প্রশংসা করা হয়। বিচারকরা বিবৃতিতে অত্যাশ্চর্য পরিচালনা পারফরমেন্সের বিষয়টি তুলে ধরেন।

‘এক্সাম’ মূলত টিন বয়সী একটি মেয়ের কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। মেয়েটি স্কুলের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার দিন এক প্যাকেট কোকেন ডেলিভারি করতে সম্মত হয়।

এএফআই ফেস্টের লাইভ-অ্যাকশন ও অ্যানিমেশন শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড বিজয়ী ছবিগুলো ২০২০ বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ও বেস্ট অ্যানিমেটেড শর্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করবে।

উৎসবের অ্যানিমেশন বিভাগ থেকে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড লাভ করেছে নিকি লিন্ডরথ ভন বাহর পরিচালিত ‘সামথিং টু রিমেম্বার’। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ১৪ থেকে ২১ নভেম্বর এএফআই ফেস্ট অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।