এএইচএফ উন্নয়ন কমিটির প্রধান হলেন ইরানের মিত্রা নৌরি
পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২১

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (এএইচএফ) উন্নয়ন কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেলেন ইরানের মিত্রা নৌরি।
তিনি ২০১৩ সাল থেকে এএইচএফ উন্নয়ন কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার এএইচএফ পরিচালনা পর্ষদের সভায় কমিটির প্রধান হিসেবে তিনি নিয়োগ পান। এর আগে ইরানের হ্যান্ডবল ফেডারেশেনের প্রধান আলিরেজা পাকদেল এএইচএফ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সূত্র: তেহরান টাইমস।