এআই বিকাশে জুলাইয়ের মধ্যে ৩টি জিপিইউ ফার্ম চালু করবে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের সহকারী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশের জন্য ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে দেশে তিনটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ফার্ম চালু করা হবে।
শনিবার মেহর সংবাদ সংস্থার প্রতিবেদকের সাথে এক সাক্ষাৎকারে মোজতবা আলিজাদে ইরানে দ্রুত প্রক্রিয়াকরণ অবকাঠামোর অস্তিত্বের কথা উল্লেখ করে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে জিপিইউ ফার্মের অস্তিত্ব একটি গুরুত্বপূর্ণ সূচক হওয়ায় আমরা একটি দ্রুত প্রক্রিয়াকরণ ফার্ম বা প্রথম জিপিইউ ডেটা সেন্টার চালু করছি।”
তিনি আরও বলেন, এই প্রকল্পের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। তবে এটি সরকারি ও বেসরকারি খাতের বৃহৎ বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
২০২৪ সালের মে মাসে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে প্রথম জিপিইউ ফার্ম চালু করা হয়েছে উল্লেখ করে আলিজাদে আরও বলেন, ইরান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ যারা প্রাসঙ্গিক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে।
ভাইস প্রেসিডেন্টের সহকারী আরও জানান, ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে দেশে তেহরান, কিশ দ্বীপ এবং অন্যান্য প্রদেশে তিনটি জিপিইউ ফার্ম চালু করা হবে। সূত্র: মেহর নিউজ