এআই নথি প্রকাশে ইসলামিক দেশগুলির শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪

ইসলামিক দেশগুলির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নথি প্রকাশে ইরান প্রথম স্থানে রয়েছে। ওয়েব অফ সায়েন্স ডাটাবেজ প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। দেশটি ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে ২ হাজার ৬৩৮টি এআই নথি প্রকাশ করেছে। এই সময়ে
সৌদি আরব ২ হাজার ৪৬৫টি এবং তুরস্ক ২ হাজার ৩০৩টি নথি নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।খবর আইআরআইবির।
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও ইরান বিশ্বব্যাপী ১৪তম স্থানে রয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে, দেশটি থ্রিডি প্রিন্টিং এবং রোবোটিক্সে দ্বিতীয়, ইন্টারনেট অফ থিংসে চতুর্থ, ৫ম প্রজন্মের (ফাইভজি) যোগাযোগ প্রযুক্তি ও বিগ ডেটাতে পঞ্চম, ড্রোন প্রযুক্তিতে সপ্তম এবং ইসলামিক দেশগুলির মধ্যে ব্লকচেইনে অষ্টম স্থানে রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় গত দশ বছরে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক উৎপাদন হয়েছে যথাক্রমে তেহরান বিশ্ববিদ্যালয়, তাবরিজ বিশ্ববিদ্যালয় এবং আমির কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সূত্র: তেহরান টাইমস