উৎক্ষেপণের অপেক্ষায় ইরানের জাফর স্যাটেলাইট
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২০

উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইইউএসটি) নির্মিত জাফর স্যাটেলাইট। দেশীয়ভাবে তৈরি উপগ্রহটি প্রস্তুত করে ইরান মহাকাশ সংস্থাকে (আইএসএ) হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর এখন এটি উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে।
আইইউএসটি পরিচালক জাব্বার আলি জাকেরি ফারস নিউজ এজেন্সিকে বলেন, আইএসএ কে জাফর স্যাটেলাইট সরবরাহ করা হয়েছে। মহাকাশ কেন্দ্রে স্যাটেলাইটটির উৎক্ষেপণ-পূর্ব প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কবে নাগাদ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে নির্দিষ্ট করে তা জানাননি তিনি। বলেছেন, আগামী তিন মাসের মধ্যে এটি কক্ষপথে পাঠানো হবে।
জাফর ৯০ কেজি ওজনের রিমোট-সেন্সিং স্যাটেলাইট। এটি সুসজ্জিত করা হয়েছে রঙিন ক্যামেরা দিয়ে। স্যাটেলাইটটি তেল মজুদ, খনি, জঙ্গল ও প্রাকৃতিক দুর্যোগ পরিমাপের জন্য ব্যবহার করা যাবে। উৎক্ষেপণ সফল হলে এটি পৃথিবী থেকে ৫৩০ কিলোমিটার উচ্চতায় পরিভ্রমণ করবে। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।